সময় [time] মানুষের জীবনের শ্রেষ্ঠ ও মহামূল্যবান সম্পদ। প্রত্যেক সচেতন ব্যক্তি মাত্র সময়ের সর্বোত্তম ব্যবহার করতে সচেষ্ট থাকে। প্রতি মুহূর্তের ভাবনা এই যে, সময়কে কিভাবে এবং কোন কাজে আরও অর্থবহ করে তোলা যায়। যাকে সময় দেওয়া হয় তাকে যেন জীবন দেওয়া হয়। সুতরাং জীবনের অপর নাম সময় এবং সময়ের অপর নাম জীবন। ইমাম হাসানুল বান্নাহ্ বলেন- “সময়ই জীবন, জীবনই সময়। যে ব্যক্তি সময়ের মূল্য সঠিকভাবে উপলব্ধি করলো সে যেন তার জীবনের মূল্য সঠিকভাবে উপলব্ধি করলো।”
সময়ের সদ্ব্যবহার এবং সঠিক কাজে লাগানো এক অসাধারণ দক্ষতা [skill]। যিনি যার সময়ের যত উত্তম ব্যবহার করতে পেরেছেন, তিনিই জগতে তত বেশি সমৃদ্ধি লাভ করেছেন এবং বিখ্যাত হয়েছেন। ইমাম আবুল ওয়াফা ইবনু আক্বীল বলেন- “আমি আমার প্রতিটি মুহূর্তের ব্যাপারে সজাগ থাকি। আমি যখন বিশ্রামে থাকি তখনও সময়কে কাজে লাগাই। আমি তখন ভাবি এবং কাজকে মনে মনে সাজিয়ে নিই; এতে কাজ সহজ হয়ে যায় এবং আমার সময় নষ্ট হয় না।” ইবনু আক্বীল হলেন বিখ্যাত সেই মুসলিম পণ্ডিত যিনি ‘আল-ফুনুন’ নামে বিশ্বের সর্ববৃহৎ গ্রন্থ রচনার কৃতিত্ব অর্জন করেন এবং যা প্রায় ৮০০ খন্ডে বিভক্ত! কেউ কেউ বলেন, তিনি কেবল খাওয়া-দাওয়া ও বিশ্রাম ছাড়া জীবনের বাকি সময় লিখে ব্যয় করেছেন।
আরেক বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম ইবনুল ফারাজ আল-জাওযী কখনো গল্পের আসরে বা আড্ডায় যোগ দিয়ে সময় নষ্ট করতেন না। এমনকি কোন বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন তাঁর সাথে দেখা করতে এলে তিনি অধিকাংশ সময় চুপ থাকতেন এবং এত কম কথা বলতেন যাতে তারা দ্রুত চলে যায়। এতে তিনি পুনরায় লেখালেখিতে মনোনিবেশ করার সুযোগ পেতেন।
সময়কে প্রধানত দুই ভাবে কাজে লাগানো যায়। যথাঃ
১. কাজের মধ্য দিয়ে।
২. চিন্তা-ভাবনার মধ্য দিয়ে।
কাজের মধ্য দিয়ে সময়ের পরিপূর্ণ সদ্ব্যবহার হয়ে থাকে। আর চিন্তা-ভাবনার মধ্য দিয়ে সময়ের অপচয় রোধ হয়।
সময়নিষ্ঠ ব্যক্তিদের কাছে সময় এমন এক মহামূল্যবান সম্পদ যে, তাঁরা পানাহার ও বিশ্রামের কাজেও সময় ব্যয় করতে রাজি ছিলেন না। খলীল ইবনু আহমাদ আল- ফারাহিদি বলেন- “আমার কাছে সবচেয়ে অসহনীয় সময় হল, আমি যখন খাবার গ্রহণ করি। কারণ বাধ্য হয়ে তখন জ্ঞানার্জন ও গবেষণা থেকে পৃথক থাকতে হয়। যা আমার কাছে খুবই অপছন্দনীয়।” এমনিভাবে অনেক জ্ঞান সাধক ও দার্শনিকের অবস্থা এমন ছিলো যে, তাঁরা শক্ত খাবারের বদলে ছাতু জাতীয় তরল খাবার খেতেন যাতে সময় কম অপচয় হয়।
সময় সম্পর্কে আরবি একটি বিখ্যাত প্রবাদ হল- “সময় তরবারির ন্যায়, হয় সে তোমাকে কাটবে নয় তুমি তাকে কাটবে।”
বাংলা প্রবাদ হল- “সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।”
ইংরেজি প্রবাদ হল- “সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।”